পিরোজপুর জেলা মঠবাড়িয়া আমড়া গাছিয়া গ্রামে ১৬ সেপ্টেম্বর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়। সশস্ত্র ডাকাত সোনার গয়না কেড়ে নেয় এবং গুলি করে পোষা কুকুরকে হত্যা করে। যাওয়ার সময় ডাকাতরা হুমকি দিয়ে বলে, এবার ধানের শীষে ভোট না দিলে ওই সংখ্যালঘু পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ১২/১৪ জনের একদল সশস্ত্র ডাকাত উপেন্দ্র নাথের বাড়িতে হানা দেয় এবং সবার হাতপা বেঁধে ডাকাতি করে। ডাকাতদের উপস্থিতিতে পোষা কুকুর চিৎকার করলে কুকুরটাকে গুলি করে হত্যা করা হয়। এলাকায় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

আজকের কাগজ, ১৯ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন