ভূমিহীন আদিবাসীদের ভিটামাটি থেকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী কায়দায় ২ আদিবাসী মহিলার শাড়ি খুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। একই সঙ্গে সুনীল পাহান নামের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে নিক্ষেপ করা হয়। রবিবার এ ব্যাপারে আদালতে অভিযোগ করা হলে বিষয়টি এজাহার হিসাবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
জানা গেছে মহাদেবপুর উপজেলার রাইগাঁ পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে ২৫/৩০টি আদিবাসী পরিবার বসবাস করে আসছে। গত ২৯ আগস্ট বেলা আনুমানিক ১১টায় জনৈক আব্দুস সাত্তারের পুত্র আব্দুল জব্বারের (আঙ্গুর) নেতৃত্বে তার লোকজন ওই পুকুরে মাছ ধরতে যায়। এসময় অন্যান্য শিশুর সঙ্গে আদিবাসী বিমল পাহানের শিশুপুত্র শুনীল পাহান মাছ দেখতে গেলে তারা তাকে চ্যাংদোলা দিয়ে পুকুরে নিক্ষেপ করে। এ সময় তারা মামলার বাদিনী সবিতা রানী ভূঁইমালি ও মালতি রানী ভূঁইমালিকে জাপটে ধরে অশালীন আচরণ করে। এক পর্যায়ে তারা ওই দুই মহিলার পরনের শাড়ি খুলে নেয়। বিষয়টি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। আদিবাসী এ পরিবারগুলোও সন্ত্রস্ত হয়ে পড়েছে।
দৈনিক জনকণ্ঠ, ৩ সেপ্টেম্বর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন