নরসিংদীর রায়পুরা উপজেলার এক গ্রামে পূজামণ্ডপ ঘরে সন্ত্রাসীরা হামলা চালাইয়া মূর্তি ভাঙ্গে। ফেনীতে হিন্দু অধ্যুষিত এলাকায় হামলা করিতে গেলে ৩ সন্ত্রাসীকে গণধোলাই দিয়া পুলিশে সোপর্দ করা হয়। ঈশ্বরদীতে ভারতীয় রেলওয়ের (ইরকোন) এক কর্মীর উপর সন্ত্রাসীরা হামলা করে। খবর স্থানীয় সংবাদদাতার। নরসিংদী ঃ গত রবিবার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজার দুর্গাবাড়ি মন্দিরের পুজামণ্ডপ ঘরে হামলা চালাইয়া কে বা কাহারা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি ভাঙ্গিয়া দিয়াছে। একই রাত্রিতে কতিপয় সন্ত্রাসী গ্রামের মনোহর বিশ্বাসের বাড়ীতে হামলা করে এবং তাহার যুবতী কন্যাকে অপহরণের চেষ্টা করে। নির্ভয়ে পূজা করুন গতকাল সোমবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়া এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, জেলা প্রশাসক কাজী আখতার হোসেন, পুলিশ সুপার, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ, বিএনপি নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পূজা উদযাপন পরিষদ নেতৃত্ববৃন্দ জেলার বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, অগ্নিসংযোগের কাহিনী তুলিয়া ধরেন। বিভাগীয় কমিশনার বলেন, নির্ভয়ে পূজা উদযাপন করুন। আইন-শৃঙ্খলার উন্নতি ও সন্ত্রাস বন্ধে সরকার সব কিছু করিবে। ফেনী ঃ গত রবিবার রাত্রে সদর থানার আলোকদিয়া গ্রামে ৩ জন সন্ত্রাসীকে স্থানীয় লোকজন আটক করিয়া পুলিশে সোপর্দ করে। প্রকাশ, ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী তুলাবাড়ী হিন্দু অধ্যুষিত এলাকায় লুটতরাজ করিতে গেলে গ্রামবাসী ধাওয়া করিয়া তিনজন সন্ত্রাসীকে আটক করিয়া গণধোলাই দিয়া পুলিশে সোপর্দ করে। তাহারা বিএনপির স্থানীয় কর্মী বলিয়া পুলিশের নিকট স্বীকার করিয়াছে। ঈশ্বরদী ঃ ঈশ্বরদীর সাড়া গোপালপুর এলাকায় বেস ডিপোতে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানী (ইরকোন) কর্মকর্তা ভারতীয় নাগরিক একে শর্মার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উক্ত কোম্পানীর কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হইয়াছে। সূত্র জানায় গত রবিবার বিকালে ঐ এলকার যুবদল কর্মী শামসুল আলম ৩/৪ জন যুবকসহ যমুনা ব্রীজ রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট-২ এর সিনিয়র সেকশন প্রকৌশলী শর্মার নিকট চাঁদা দাবী করে। শর্মা বলেন, ‘আমি চাকুরি করি চাঁদা দিব কোথা হইতে’। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশ দিয়া শর্মার উপর হামলা চালানো হইলে তাহার ১টি হাত ভাঙ্গিয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাহাকে রাজশাহীতে স্থানান্তর করা হইয়াছে। গভীর রাতে বেস ডিপো ম্যানেজার এসসি গুপ্তা এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইরকোনের বেস ডিপোর সিকিউরিটি মাকসুদকে গ্রেফতার করিয়াছে। থানার অন্য সূত্র জানায়, হামলাকারী যুবদলীকর্মী আলম লেবার সরবরাহ করিবার কাজের জন্য চাপ প্রয়োগ করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালাইয়াছে। ১০৭টি বাড়িতে হামলা ময়মনসিংহ ঃ গতকাল স্থানীয় প্রেসক্লাবে গফরগাঁও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপির সন্ত্রাসীরা উপজেলার বিভিন্ন এলাকায় ১০৭টি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, ধর্ষণসহ নির্যাতন চালায়। এই সন্ত্রাসে সংখ্যালঘুরা বাড়ি-ঘর ছাড়া হইয়াছে। ইতিমধ্যে বিএনপি সন্ত্রাসীদের গুলিতে ৫ জন খুন হইয়াছে। বর্তমানে শহর ও বাজারে নীরব চাঁদাবাজি চলিতেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার সদরের ধামদী রাধা-গোবিন্দ মন্দিরে কতিপয় দুষ্কৃতকারী হামলা চালাইয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তিসহ ৯ মূর্তি ভাংচুর করিয়াছে। এই ব্যাপারে মন্দির কমিটির সভাপতি মিহির চন্দ্র বিশ্বশর্মা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করিয়াছেন। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করিয়াছেন। এ ঘটনায় স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবোদ রঞ্জন সরকার সাধারণ সম্পাদক চন্দন রঞ্জন সরকার হিন্দু ও মুসলিম সম্প্রীতি বিনষ্ট করিবার লক্ষে একটি কুচক্রী মহল উক্ত ঘটনা ঘটাইয়াছে বলিয়া অভিযোগ করিয়াছেন। মন্দির ভাংগার দায়ে পিরোজপুর অফিস ঃ গত রবিবার নাজিরপুরের মধ্যে বানিয়ারিতে তিনটি মন্দির ভাংগা, দোকানে হামলা ও মহিলাসহ ৫ জনকে আহত করার দায়ে রুজু করা মামলায় পুলিশ গতকাল তিন যুবককে গ্রেফতার করিয়াছে, যুবকত্রয় হইল মোর্শেদ, ইকবাল ও তৌহিদ। থানা হইতে তাহাদেরকে সাধারণ ফৌজদারী আইনে কোর্টে চালান দেওয়া হইলেও পরে জননিরাপত্তা আইনে মামলা পরিচালনার জন্য এসপি কোর্টে আরেকটি আবেদন করিয়াছেন। উক্ত মামলার আসামী সংখ্যা ১০ এবং তাহারা জামায়াতের কর্মী ও সমর্থক। পাথরঘাটার ধর্ষিতা সংখ্যালঘু কিশোরী ঢাকায় বরগুনা (দক্ষিণ) সংবাদদাতা ঃ অবশেষে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হোগলা পাশা গ্রামে গত ৬ই অক্টোবর গভীর রাতে ধর্ষিতা সংখ্যালঘু কিশোরীকে সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ আইনগত সহায়তা দিতে আগাইয়া আসিয়াছে। গতকাল আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পংকজ ভট্টাচার্য ও জিয়াউদ্দিন তারেক আলী পাথরঘাটা আসেন এবং ধর্ষিতাকে ঢাকা নিয়া যান। ধর্ষিতার পরিবারের পক্ষ হইতে এই বিষয়ে পাথরঘাটা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার পরদিন মামলা করা হইলে ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করিয়াছে। রাজশাহী অফিস ঃ সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবার দুর্গাপূজা অনাড়ম্বরভাবে পালন করা হইবে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় পূজা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। এদিকে জেলা প্রশাসক স্থানীয় সংখ্যালঘু নেতাদের সহিত এক বৈঠকে মিলিত হয়। গতকাল তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সংখ্যালঘু ও পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে। সংখ্যালঘুদের ১০টি প্রতিষ্ঠান ভাঙচুর নেত্রকোনা সদর উপজেলা সদরে রবিবার বিকালে সংখ্যালঘুদের ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে পুলিশ বিএনপি ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করিয়াছে। গ্রেফতারকরা হইতেছে ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লা আল মামুন, সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন, ছাত্রদল কর্মী মাণিক, হারুনুর রশিদ, লিমন, বিএনপি নেতা রহিম উদ্দিন মেম্বার, আমানউল্লাহ, বোরহান উদ্দিন সহ ১০ জন। তাহাদের রাত্রেই নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইত্তেফাক, ১৬ অক্টোবর ২০০১