নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামে গতকাল সোমবার গভীর রাতে স্থানীয় কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত মধ্যরাতে সোয়াইড় গ্রামের সমর কুমার সরকারের খড়ের গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে গ্রামের লোকজন বেরিয়ে আসে। এ সময় তারা গ্রামের কালীমন্দিরের গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তদের হরিদেবের প্রতিমা ভাঙচুর করতে দেখে।
সমর কুমার বলেন, দুর্বৃত্তরা আগে প্রতিমা ভাঙচুর করেছে। পরে তাঁর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তদের দূর থেকে চিনতে না পেলেও সারা দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরে হামলার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ফাইজুর রহমান বলেন, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রথম আলো

মন্তব্য করুন