নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। মিরসরাই পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করা এক স্মারকলিপিতে এ অভিযোগ করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা বিধানের অনুরোধ জানান। এদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বণিক জানান, নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ের মিঠানালা, মঠবাড়িয়া, মলিয়াইশসহ কয়েকটি এলকায় সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসীরা নানা অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। তাই তারা অপূরণীয় ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত ও শঙ্কিত।

প্রথম আলো, ১৪ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন