নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সম্প্রতি সাতটি গ্রামের প্রদীপ কুমার চক্রবর্তীর বসত বাড়ি দখল করে নেয়ার জন্য স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা ২ মহিলার শালীনতাহানিসহ ৬ জনকে আহত করেছে। আহতরা হলো⎯ সত্য জীবন চক্রবর্তী, বিল্লাল হোসেন, তপন চক্রবর্তী, মালেকা, রতন ও উষারানী। এ ব্যাপারে প্রদীপ কুমার বাদী হয়ে উপজেলার বেড়াইল গ্রামের রোশন আলীর ছেলে শহিদুল ইসলামসহ ৯ জনকে আসামী করে পুর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। মামলা করায় সন্ত্রাসীরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে প্রদীপ কুমার এখন পালিয়ে বেড়াচ্ছে। অভিযোগ পাওয়া গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার সাতটি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি দখলের চেষ্টা করে। বাড়ির মালিক সত্য জীবন ও তার পরিবারের লোকজন এ সময় বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং লুটপাট করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও একটি কষ্টি পাথরের মূর্তি নিয়ে যায়। যার দাম প্রায় অর্ধলক্ষাধিক টাকারও বেশী। এ সময় সন্ত্রাসীরা বাড়ির ২ মহিলার শালীনতাহানী করে । মামলার বাদী প্রদীপ কুমার জানান, প্রাণের ভয়ে তিনি বাড়িতে প্রবেশ করতে পারছেন না। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না।
আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০২