পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে এক যুবককে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় উগ্রপন্থী মুসলমানদের চাপের মুখে মাহাবুব আলম (২৮) নামের ঐ যুবককে হয়রানিমূলক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোষ্ট দিয়েছে বলে সুপরিকল্পিতভাবে গুঁজব ছড়িয়ে স্থানীয় উগ্রপন্থীদের বিক্ষুব্ধ করে তোলা হয়। পরে মাহাবুবের নামে থানায় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলার তাকে তার এলাকা থেকে আটক করে থানায় নেয়া হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে মাহাবুব আলমের ফাঁসিসহ বিচারের দাবিতে এলাকাবাসী শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে উগ্রপন্থীরা।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।