পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভিজিএফের চাল চাওয়ায় জেলেদের মারধরের অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে অনিয়ম করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান মামুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক জেলে।

 

৭ মে বৃহস্পতিবার জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। জেলেদের অভিযোগ তালিকায় নাম থাকা সত্ত্বেও ভিজিএফের চাল দেয়া হচ্ছে না প্রকৃত জেলেদের। টাকার বিনিময়ে অন্য পেশার লোকজন জেলেদের ভিজিএফ কার্ড হাতিয়ে নিয়ে চাল পাচ্ছে। তারা চেয়ারম্যানের কাছে সহায়তা চাইতে গেলে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন ও ইউপি সদস্য রহিম চৌকিদার মহিলা কাউন্সিলর নারগিস পারভিন কল্পনা তাদের ক্যাডার বাহিনী দিয়ে জেলেদের মারধরসহ লাঞ্ছিত করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক নালিশ দেয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই জেলা প্রশাসকের কাছে বিচার চাইতে এসেছেন বলে জেলেরা দাবি করেন। এ প্রসঙ্গে অভিযুক্ত রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন বলেন, জেলে কার্ড সীমিত এবং পর্যাপ্ত সহায়তা না থাকায় জেলেদের প্রত্যাশা মেটানো যাচ্ছে না। জেলেদের মারধরের বিষয়টি সত্য নয়।

যুগান্তর

মন্তব্য করুন