পিরোজপুর ও নাজিরপুরের সংখ্যালঘু ভোটাররা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা এ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। ইতোমধ্যে ‘৭১-এর রাজাকার দেলোয়ার হোসাইন সাঈদীর ক্যাডারদের সন্ত্রাসী তৎপরতায় কয়েকটি হিন্দু অধ্যুষিত এলকায় সংখ্যালঘুরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে জামায়াত শিবিরের শত শত ক্যাডার জড়ো হয়েছে। যে কোন মূল্যে দেলোয়ার হোসাইন সাঈদীকে জয়ী করার জন্য বিভিন্ন স্থান থেকে শত শত ক্যাডার আনা হয়েছে। তারা এখন প্রকাশ্যেই সশস্ত্র অবস্থায় হিন্দু অধ্যুষিত এলাকা রামচন্দ্রপুর, পণ্ডাশী, ইন্দুরকাজী,শিকদার-মল্লিক, দুর্গাপুর ও নাজিরপুরের বিভিন্ন গ্রামে গিয়ে সংখ্যালঘুদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ আসনে দেলোয়ার হোসাইন সাঈদী নির্বাচনকে সাম্প্রদায়িকভাবে পরিচালনা করতে তার ঐতিহ্যগত আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ ভোটাররা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবার আশঙ্কা করেছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ৯ নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দীন আহমেদ জনকণ্ঠকে জানান, সাঈদীর সন্ত্রাসী তৎপরতা পিরোজপুর-১ আসনের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা পিরোজপুর ও নাজিরপুরের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্নভাবে সংখ্যালঘুদের হুমকি দিচ্ছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের ওপর আক্রমণ করছে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। তারা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে। কূটকৌশল অবলম্বন করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ধৈর্য প্রদর্শন করছি ও জনগণকে বলছি। এসব বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। এদিকে সাঈদীর বড়িসংলগ্ন ৫/৬ শ’ হিন্দু ভোটারকে কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে। সদর উপজেলায় বালিপাড়া ও পণ্ডাশী দু’টি ইউনিয়নেই প্রায় ১০ হাজার হিন্দু ভোটার। গত ’৯৬-এর নির্বাচনেও এ দু’টি ইউনিয়নের রামচন্দ্রপুর, সাঈদ খালী, পণ্ডাশী রেখাখালীর গাফগাছিয়ার সংখ্যালঘু ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেনি বলে এলাকাবাসীর কয়েকজন জনকণ্ঠকে জানিয়েছে। গ্রামে ১৬ সেপ্টেম্বর রাতে ইলিয়াসের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় একটি আশ্রমে ইটপাটকেল নিক্ষেপ করে। জীবনের ভয়ে এ সকল ঘটনা থানা পুলিশকেও জানাতে সাহস পায়নি তারা। জামায়াতপন্থীদের হাত থেকে রক্ষার জন্য তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।

দৈনিক জনকণ্ঠ, ২২ সেপ্টেম্বর ২০০১

মন্তব্য করুন