বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরতলির বাড়াদি বাবুপাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসীরা সংখ্যালঘু হিন্দু পরিবারের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে। নিহত এই ব্যক্তির নাম রতন চক্রবর্তী (৩২) সে ছিল কুষ্টিয়া সুগার মিলের কর্মচারী। সন্ত্রাসীদের হামলায় তার অপর দু’সহোদর মদন চক্রবর্তী (৪০) ও রূপক চক্রবর্তী (২৮) আহত হয়। হত্যাকাণ্ডের ঘটনাটি হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ ব্যাপারে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী সূত্র জানায়, পূর্বশত্রু তার জের ধরে বৃহস্পতিবার রাত ১টার দিকে ধারালো ও আগ্নেয়াস্ত্র সজ্জিত একদল সন্ত্রাসী বাড়াদি বাবুপাড়ার হিন্দু পুরোহিত প্রয়াত হরিপদ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার মেজ ছেলে এক সন্তানের জনক রতনকে গুলি করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। রতনকে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে নেবার চেষ্টাকালে ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই মদন এবং সেজ ভাই রূপক আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়।

দৈনিক জনকণ্ঠ, ২২ সেপ্টেম্বর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন