পিরোজপুর সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগর চেয়ারম্যান প্রার্থী রাম প্রসাদ রায় বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোর ৪টার দিকে দুর্গাপুর ইউনিয়নের পশ্চিমদুর্গাপুর রায়পাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রাম প্রসাদ।

রাম প্রসাদ (৫০) পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাম প্রসাদ বলেন, “ভোরে আমি ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরে আগুন জ্বলতে দেখে আমার মেয়ের জামাই চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভায়। আগুনে ঘরের কিছু অংশ এবং ঘরের ভিতরে থাকা ধান পুড়ে গেছে।”

তার অভিযোগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কা দেওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । এরই প্রেক্ষিতে কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে তার ঘরে আগুন লাগানো হয়েছে।

এর আগে ৩১ অক্টোবর নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলায় আহত হন বলে রাম প্রসাদ জানান।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসাদুজ্জামান জানান, বিষয়টি রহস্যজনক, পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ১১ নভেম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন