বরগুনা সদর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য মো. বাদলকে (৩৫) আটক করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল ১৬ মে শনিবার তাকে আটক করে।

 

আটক বাদল বরগুনা সদরের নলী চরক গাছিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল নিজেকে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সে গোপন মিটিং করে, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটক বাদলকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা শনিবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন