মোবাইল ফোন চুরির অভিযোগে তিন শিশু-কিশোরের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ৷ মঙ্গলবার (১৪ এপ্রিল) মঙ্গলবার সকালে বাকেরগঞ্জে এ নির্যাতনের ঘটনা ঘটে।

 

অভিযুক্তের নাম ইদ্রিস সরদার। সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন তার কিছু সহযোগী।

জানা যায়, ইদ্রিস সরদার ও তার সহযোগীরা মোবাইল চুরির অপবাদ দিয়ে মধ্যেযুগীয় কায়দায় একই এলাকার হাসান সিকদার (১৪), শুভ হাওলাদার (১৩) এবং সৈয়দ তারেক (১৬) নামের তিনজনকে কোমরে রশি বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। পরে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে শিশু-কিশোরদের অভিভাবকদের কাছ থেকে ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা উৎকোচ আদায় করেন।

স্থানীয়ভাবে ধারণ করা নির্যাতনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাকেরগঞ্জ থানা পুলিশ ইদ্রীস সরদার ও মিজান নামে তার এক সহযোগীকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেন ৷

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, বিষয়টির সত্যতা পাওয়ায় ইদ্রীস সরদার ও তার সহযোগী মিজানকে গ্রেফতার করে শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্ত সহোযোগীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক

মন্তব্য করুন