রাজধানীর বসিলায় একটি বাসায় অভিযান চালিয়ে জেএমবি নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক খন্দকার আল মইন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দারোয়ানের দেওয়া তথ্য অনুযায়ী এই বাড়িতে আরও ২ জন লোকের যাতায়াত ছিল। তারা গতকাল বের হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা একজনকে গ্রেপ্তার করেছি।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত জেএমবি নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে বাকিরা কোথায় গেছে।’

এর আগে র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোরে বসিলার একটি বাসায় অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে রাসায়নিক দ্রব্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট, নগদ অর্থ, পিস্তল, গুলি, ধারালো অস্ত্র, উগ্রবাদী প্ররোচনামূলক বই ইত্যাদি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানিয়েছে, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়িটি ঘেরাও করা হয় এবং সকাল ৭টার দিকে জেএমবি নেতা এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন