রাজশাহীর বাগমারা উপজেলার বুজরুককোলায় সংখ্যালঘুদের নিয়ে রীতিমতো নাটক শুরু হয়েছে। এই গ্রামের কোন সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা হয়নি কিংবা কোনো সংখ্যালঘু ক্ষতিগ্রস্থ হয়নি⎯এমন বক্তব্য সংবলিত একটি বিবৃতি সরবরাহ ও প্রচারের প্রতিবাদ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারসহ অন্যরা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বুজরুককোলার সংখ্যালঘুদের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার পরদিন স্থানীয় প্রশাসন থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি⎯ এমন কোনো লিখিতপত্রে তারা স্বাক্ষর করেননি বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষে সংগৃহীত স্বাক্ষরদাতাদের মধ্যে ক্ষতিগ্রস্থ অজিত সরকার, অমর সরকার, গুরুপদ সরকার, প্রশান্ত সরকারসহ ২৪ জন প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন।

প্রথম আলো, ২০ অক্টোবর ২০০১

মন্তব্য করুন