ব্রাহ্মণবাড়িয়ার এক মসজিদে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
২৯ এপ্রিল বুধবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি এ এম নাজমুল আহম্মেদ জানান, কাটানিসার গ্রামের উত্তর পাড়া এলাকায় মসজিদে যাওয়া নিয়ে স্থানীয় মিজান মেম্বার ও মুনসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল।
“এ বিরোধের জেরে সকালে মিজান মেম্বারের প্রায় অর্ধশতাধিক লোকজন মনসুর মিয়ার পক্ষের লোকজনদের ওপর হামলা করে।
“পরে ইয়াছিন মুন্সির বাড়ির লোকজন পাল্টা হামলা চালায়। পরে উভয়পক্ষে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উল্লেখ তিনি জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত এবং কয়েকটি বাড়ি ঘর ও দোকান ভাংচুরের শিকার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।