পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় এখন চলছে গুপ্ত নির্যাতন। নৌকায় ভোট দেয়ার অপরাধে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাংচুর ও লুটপাট আপাতত বন্ধ রয়েছে। তবে এখন চলছে পথেঘাটে সংখ্যালঘুদের মারধর করার ঘটনা। সম্প্রতি সদর উপজেলার টোনা ইউনিয়নের চন্দবাড়ি বলে খ্যাত এক বাড়িতে সুনীল চন্দ’র কাছে গিয়ে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় ভারতে চলে যেতে হবে বলেও হুমকি দিয়ে যায়। টোনা, চলিশা এলাকায় সন্ত্রাসী জলিল খাঁ ও মিল্লাত গাজীর নেতৃত্বে এই হুমকি চলছে এখনও। অপরদিকে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বলরাম মণ্ডলের (৬৫) ওপর একদল সন্ত্রাসী হামলা করেছে। তিনি বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় এ এলাকার ছাত্রদল কর্মী এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাব্বির তাকে ডেকে পাশের এক দোকানের সামনে নিয়ে যায়। সে কেন নৌকায় ভোট দিয়েছে এ কথা জানতে চায়। উত্তরে বলরাম তার এটা তার ব্যক্তিগত মত বলে জানায়। নৌকায় কেন ভোট দিয়েছে এই অপরাধে তাকে মারধর করা হয়। এ সময় তার তিন ছেলে বাসুদেব (১৮), সনাতন (৩০) ও রতন (৩২) পিতাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও বেদম পিটানো হয়। এক পর্যায়ে উক্ত ছাত্রদল কর্মী একথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে জানিয়ে যায়। সরজমিনে এলাকায় গেলে বেরিয়ে আসে এসব তথ্য। যদিও বলরাম ভয়ে এ প্রতিবেদককে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ, ১১ নবেম্বর ২০০১

মন্তব্য করুন