দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে বিজিবি।  ৩১ মে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির সময় বিজিবি’র তিন সদস্যও আহত হয়েছেন বলে বিজিবি দাবি করেছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের চেংগ্রাম গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ৫শ বোতল ফেনসিডিল ও তিনটি দেশীয় চাপাতি উদ্ধার করে বিজিবি।

নিহত দেলোয়ার হোসেন হিলি সীমান্তের নন্দিপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন