মাদারীপুর থেকে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ২২ মে শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাবেদ ওরফে জাবের হাওলাদার(২৬)। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার এক জন সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। তার বাড়ি মাদারীপুরের রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গলে। তার পিতার নাম জাহাঙ্গীর হাওলাদার।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জানান, জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে তিনি সম্পৃক্ত। দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
র্যাব জানিয়েছে, পূর্বে গ্রেফতারকৃত বিভিন্ন আসামিদের জিজ্ঞাসাবাদেও জাবেদের নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি, তার অন্যান্য সহযোগীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।