মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদরুল ইসলাম (২২) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে ৪৬ বিজিবি আলীনগর ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘আজ ভোরে উপজেলার শুভনাভী চর এলাকায় রাজাপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।’

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু জানিয়েছেন, নিহত বদরুলের বাড়ি কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামে। তার বাবার নাম আত্তর আলী।

মোহাম্মদ আব্দুল কাদের আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, ভারত থেকে নাসির বিড়ির একটি চালান অবৈধ পথে বাংলাদেশে আসছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাজাপুর ব্রিজের কাছে অবস্থান নেয়। নৌকা থেকে বিড়ি নামানোর সময় বিজিবির বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নৌকার কাছে গেলে তারা দেশীয় অস্ত্র হাতে ফিরে এসে হামলা চালায় এবং দুই বান্ডিল বিড়ি নিয়ে যায়। একটি বান্ডিলে ২৫ হাজার বিড়ি থাকে। সে সময় আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। ঘটনাস্থল থেকে চলে আসার পরে স্থানীয় বাসিন্দারা জানায়, একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেছে তারা।’

হাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, ‘বিজিবির গুলিতে বদরুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের কাছে বিজিবির দুই জোড়া জুতা ও একটি লাঠি পাওয়া গেছে।’

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন