আদিবাসী এক যুবতীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করায় সন্ত্রাসীরা পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে চলেছে। ফলে পুরো পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে তারা নিরাপত্তা দাবি করে মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের আদিবাসী স্যামুয়েল মরমুর ভাতিজি একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করে। ২৫ মে বাসায় ফেরার পথে আবুল হোসেন মাদ্রাসার কাছে পৌঁছলে একই গ্রামের বাদশা মিয়ার ছেলে সিরাজুল আদিবাসী যুবতীকে (২৫) অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক সিরাজুলকে গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে বড় আলমপুর গ্রামের শতাধিক আদিবাসী পরিবারকে হয় মামলা তুলে নিতে হবে অন্যথায় গ্রাম ছেড়ে চলে যেতে হবে বলে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।

সংবাদ, ৩০ মে ২০০২

মন্তব্য করুন