কেশবপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে। আহত হয়েছে অনেকে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের ভরত ফকিরের পাড়ায় ২৭ মে এক নাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন একইস্থানে নাম সংকীর্তন হচ্ছিল। এ সময় একই এলাকার মোখতার, জামান, আফসার দলবলসহ অতর্কিতে অনুষ্ঠানে হামলা চালায়। এতে ৮ জন আহত হয়। সন্ত্রাসীরা মহিলাদের কাছ থেকে সোনার গহনা ও ক্ষুদ্র দোকানিদের টাকা পয়সা লুট করে। আহতরা হলো পরেশ মণ্ডল, প্রণব সরকার, রাজকুমার, রাজেন্দ্র, ইন্দ্রজিৎ, গোপাল, দীপঙ্কর ও রমেন। পরেশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তারা রেজাউল নামে একজনকে গ্রেফতার করেছে। তবে থানায় কোন মামলা হয়নি। উলটো সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে মামলা না করার জন্য। ধর্মীয় অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এস. এম রুহুল আমিন ও আমির হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অসিত মোদক ও সাধারণ সম্পাদক তপন ঘোষ মন্টু, ওয়ার্কার্স পার্টির আবুবকর সিদ্দিকী, সিপিবির সুব্রত ধর বাবু প্রমুখ।

সংবাদ, ৩০ মে ২০০২

মন্তব্য করুন