ভোলার বিভিন্ন উপজেলার নির্বাচনোত্তর সহিংসতায় নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় শতাধিক সদস্য এক সভায় শুক্রবার রমনা পার্কে মিলিত হয়ে তাদের নির্যাতনের বর্ণনা করেন। তারা লালমোহন, তজুমুদ্দিন, বোরহানউদ্দিন, চরফ্যাশন , দৌলতখান ও ভোলা থানার বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘুদের ওপর ধর্ষণ, লুটপাট, বাড়িঘর পোড়ানোসহ বিভিন্নভাবে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন । তারা বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন। সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বর্তমান সরকার এবং ভোলা থেকে নির্বাচিত সাংসদদের প্রতি আকুল আহ্বান জানিয়ে বলেন, আমরা আশা করি, তারা অনতিবিলম্বে ভোলা জেলার বিভিন্ন থানার সংখ্যালঘুদের ওপর মহলবিশেষের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে পালিয়ে বেড়ানো শত শত সংখ্যালঘুর স্ব স্ব বাড়িঘরে প্রত্যাবর্তনের সুযোগ করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ দুর্গাপূজা উদ্যাপনের আশ্বাস যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সংবাদ, ১৪ অক্টোবর ২০০১

মন্তব্য করুন