রাঙামাটির কাপ্তাইয়ে টহলে থাকা সেনাসদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

 

১৩ ডিসেম্বর সোমবার মধ্যরাতে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবিআইএসপিআর বলছে, নিহত বিল্টন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- সন্তু লারমা) একজন সক্রিয় সদস্য। রাঙামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকায় তিনি ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত। তার নামে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে জনসংহতি সমিতির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিবরণে আইএসপিআর বলেছে, ধূল্যাছড়ি এলাকায় ‘সন্ত্রাসীরা’ কাপ্তাই হ্রদে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি করছে খবর পেয়ে জীবতলী সেনা ক্যাম্পের একটি টহল দল সেখানে যায়। ‘সন্ত্রাসীদের’ একটি নৌকাকে সেখানে ‘চাঁদাবাজি’ করতে দেখে তারা।

“এ সময় টহলদল সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলের উপর গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনা করে টহলদল পাল্টা গুলি বর্ষণ করে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা ঝাঁপ দিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে টহলদল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করলে বিল্টন চাকমার মৃতদেহ দেখতে পায়।”

ওই নৌকা থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলও উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন