রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মারমা পাড়ায় শ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকায় বসবাসরত মারমা সম্প্রদায়ের লোকজন।

 

 

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মারমাদের ব্যবহৃত শ্মশানটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

এলাকবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অংচাই কার্বারী। বক্তব্য রাখেন মারমা সংস্কৃতি সংস্থার তথ্য ও প্রচার সম্পাদক হলাপ্রুসাইন মারমা, দপ্তর সম্পাদক বুনিচাই মারমা, মারমা সম্প্রদায়ের নেতা উসাই মং মারমা ও কংচাই মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়ার বাসিন্দা মো. ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি বালুখালী ইউনিয়নে মারমাদের আদিকাল হতে ব্যবহৃত শ্মশানের জায়গা দখল করে ঘর নির্মাণের জন্য বিভিন্ন সরঞ্জাম জড়ো করে। এলাকবাসী বাধা দিলে ওই ব্যক্তি উল্টো এলাকবাসীকে হুমকি দিচ্ছে।”

মারমা সম্প্রদায়ের ব্যবহৃত শ্মশানটি রক্ষা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

মানববন্ধন শেষে এলাকবাসীর পক্ষ হতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়া হয়।

অংচাই কার্বারী স্বাক্ষরিত স্মারকলিপিতে ঘটনাটি তদন্ত পূর্বক ইসমাইল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শ্মশান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন