রাজধানীর গুলশান আজাদ মসজিদের সামনে লিফলেট বিতরণের সময় ১৯ এপ্রিল শুক্রবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিনজন জঙ্গিকে আটক করা হয়েছে।

 

আটক তিনজন হলেন ঈশা খান (২৪), দেলোয়ার হোসেন (২৫) ও নঈম আবদুল্লাহ (২৪)। তাঁরা মহাখালী এলাকায় মেসে ভাড়া থাকেন।
এ ব্যাপারে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, জুমার নামাজের বেশ কিছু সময় আগে থেকে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় হিযবুত তাহরীরের জঙ্গিরা প্রচারপত্র বিতরণ করছিলেন। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ গিয়ে প্রথমে ঈশা খানকে আটক করে। ঈশা খানের সঙ্গে থাকা দেলোয়ার ও নঈম পালিয়ে যান। পরে তাঁদের গুলশান নিকেতন থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈশা খানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গত বছর ফার্মাসিতে অনার্স পাস করেছেন। মুন্সিগঞ্জের দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের ছাত্র এবং নাঈম আবদুল্লাহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মান শ্রেণীর ছাত্র। তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রথম আলো

মন্তব্য করুন