রাজধানীর ভাটারা এলাকায় বুধবার দিবাগত রাতে (৭ নভেম্বর) কথিত ‘বন্দুকযুদ্ধে’ একটি ব্যক্তি নিহত ও দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

নিহত লাভলুকে (৫০) ডাকাত দাবি করে ডিবির (উত্তর) উপ কমিশনার মশিউর রহমানের ভাষ্য, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব ও ডিবি পুলিশ চিহ্নিত কয়েক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানায় যে, বুধবার রাতে কয়েকজন ডাকাত ওই এলাকায় জড়ো হবে।

পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসকে থামানো ইঙ্গিত দেয়। এসময় গাড়িতে থাকা চার ব্যক্তি গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি করলে তিনজন গুলিবিদ্ধ হয়। তবে ঘটনাস্থল থেকে আরেকজন পালিয়ে যায়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে লাভলু (৫০) মারা যান। সেলিম (৪১) ও কামাল (৪৫) নামে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইউএনবি

মন্তব্য করুন