মুখোশধারী একদল দুর্বৃত্ত ঝালকাঠি জেলার রাজাপুরের ফুলুহার গ্রামের এক সংখ্যালঘুর বাড়িতে হানা দিয়া ৩ জনকে রামদার পিটুনীতে আহত করে এবং প্রায় ১ লক্ষ টাকার মালামাল নিয়া যায়। খবরে জানা যায়, দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪/১৫ জনের দুর্বৃত্ত দলটি গত ৭ অক্টোবর উক্ত গ্রামের বৃদ্ধ রাখাল দেউড়ির (৭৫) বাড়িতে ঢুকিয়া গৃহকর্তা, তাহার পুত্রবধূ কানন বালা ও নাতনী কাকলীকে রামদা দিয়া পিটাইয়া আহত করে। পরে দুর্বৃত্তরা পরিাবরের লোকদের শুধু পরিধেয় কাপড় বাদে অন্যান্য কাপড় চোপড়, চাউল-ডাল এবং আসবাবপত্র লুণ্ঠন করিয়া একটি নৌকায় করিয়া চলিয়া যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা গৃহকর্তাকে ৭ দিনের মধ্যে ১ লক্ষ টাকা জোগাড় করিয়া রাখিতে বলে। অন্যথায় তাহার পুত্র আওয়ামী লীগ কর্মী কৃষ্ণকান্ত দেউড়িকে খুন করা হইবে বলিয়া হুমকি দেয়। উল্লেখ্য গৃহকর্তার পুত্র বকুল দেউড়ি ও ভ্রাতুষ্পুত্র সুকুমার দেউড়ি যথাক্রমে দৈনিক প্রথম আলো ও দৈনিক আজকের কাগজের প্রধান কার্যালয়ে কাজ করেন। প্রাণের ভয়ে পরিবারটি এ বিষয়ে থানায় জানায় নাই কিংবা আহতরাও হাসপাতালে চিকিৎসা নিতে যায় নাই।
দৈনিক ইত্তেফাক, ১৩ অক্টোবর ২০০১
প্রথম পাতা টাইমলাইন ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর আক্রমণ রাজনগরে নির্বাচনোত্তর সহিংসতা রাজাপুরে এক সংখ্যালঘু পরিবারে হামলা ও লুট ঃ ১...