গত বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ী পুলিশ ফাঁড়ির অদূরে রাজবাড়ী বাজারের ৩হিন্দু ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত দল রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের চাল ও পান বাজারে প্রবেশ করে অস্ত্রের মুখে কর্তব্যরত নৈশ প্রহরী আজিজ ও জহিরের হাত-পা বেঁধে রেখে ডাকাতি শুরু করে। ডাকাত দল পর্যায়ক্রমে বিশিষ্ট ব্যবসায়ী পরিমল সাহা, সুকুমার সাহা ও স্বপন সাহার দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনটি দোকান থেকে বেশকিছু মালামাল ও টাকা সহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, রাজবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে ২শ’ গজ দূরে এ ডাকাতি সংঘটিত হলেও পুলিশ রহস্যজনক কারণে কোন ভূমিকা পালন করেনি। এমনকি বাজারে প্রতিদিন পুলিশী টহল থাকলেও বৃহস্পতিবার রাতে বাজারে পুলিশী প্রহরা লক্ষ্য করা যায়নি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পুলিশ বাজারের তিন নৈশ প্রহরী আজিজ, জহির ও খালেককে গ্রেফতার করেছে। এব্যাপারে রাজবাড়ী থানায় ডাকাতির পরিবর্তে চুরির মামলা রের্কড করা হয়েছে।
দৈনিক খবর, ১৪ অক্টোবর ২০০১
প্রথম পাতা টাইমলাইন ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর আক্রমণ রাজবাড়ী বাজারে তিন হিন্দু ঃ ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ ডাকাতি