রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। সোমবার (২৪ আগস্ট) রাতে নগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক গিয়াস উদ্দিন (২৮) চট্টগ্রামের বাঁশখালি থানার পশ্চিম নাকোড়া (রুস্তমকাটা) এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৪ আগস্ট) রাত ১১টায় নগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য গিয়াস উদ্দিনকে ২টি উগ্রবাদী বই ও ৬টি লিফলেটসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক

মন্তব্য করুন