লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নে ৫টি মন্দির ভাঙচুরের ঘটনায় মো. মনোয়ার হোসেন মুন্না নামের ১ জনকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) রাতে রামগঞ্জ থানার এএসআই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

শনিবার (১৩ নভেম্বর) সকালে মুন্নাকে লক্ষ্মীপুর জেলা হাজতে প্রেরণ করেন। মুন্না উপজেলার ইছাপুর ইউনিয়নের উত্তর সোন্দড়া বেপারী বাড়ির আবদুল মজিদ বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ অক্টোবর রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নে দুর্গাপূজা চলাকালীন সময়ে ৫টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও তাণ্ডবলীলা চালায় মনোয়ার হোসেনসহ ৩০/৩৫ জনের একটি গ্রুপ। সৃষ্ট ঘটনায় ৭ অক্টোবর রামগঞ্জ থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় রামগঞ্জ থানা পুলিশ মুন্নাকে গ্রেফতার করেন। আটকের পর মুন্না পুলিশের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন বলে জানান পুলিশ।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক

মন্তব্য করুন