নাটোরের লালপুর উপজেলার কৃষ্ণরামপুর পূর্বপাড়া গ্রামের ৫০টি সংখ্যালঘু পরিবার গত পাঁচ দিন ধরে অবরুদ্ধ রয়েছে। তাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। পুনরায় সন্ত্রাসী হামলা ও বাড়িঘর লুটতরাজের আশঙ্কায় এ গ্রামের সংখ্যালঘুরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় অংশ নিতেও ভয় পাচ্ছেন। পুলিশ ও গ্রামের লোকজন একত্রে সর্বক্ষণ গ্রামটি পাহারা দিচ্ছেন। উপজেলা সদর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রামের সংখ্যালঘুদের ওপর গত ২ ও ১৮ অক্টোবর নানা নির্যাতন চালানো হয়। সন্ত্রাসীরা এখনো হুমকি প্রদান অব্যাহত রেখেছে। এ পরিবারগুলোর নিরাপত্তার জন্য পাঁচ দিন ধরে এখানে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। গ্রামবাসী জানান, নৌকায় ভোট দেওয়ার কারণে সন্ত্রাসীরা গত ২ অক্টোবর কৃষক প্রভাষচন্দ্র মণ্ডলের বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে মারধর করে। এ দিন তারা তার একটি ছাগল, পাঁচটি আমগাছের চারা নিয়ে যায়। এ সময় তারা হুমকি দিয়ে বলে গ্রামের মানুষকে শিক্ষা দেওয়া হবে। এরপর তারা গত ১৮ অক্টোবর সেখানে আবারও হামলা চালায়। এ হামলায় সন্তোষ মণ্ডল (৪০), নগেন (৩২) ও প্রভাত মণ্ডলসহ ১০ জন আহত হন। এ সময় সন্ত্রাসীরা প্রায় ১০ বিঘা জমির আখের মাথা কেটে নিয়ে যায়। এলাকাবাসী অভিযোগ করেন, হামলা ও লুটপাটের সময় কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেনি। এ ছাড়া ১৮ অক্টোবরের ঘটনায় মামলা হওয়ার পর থেকে বাজারে যাওয়া তাদের সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারণ পশ্চিমপাড়াতে সন্ত্রাসীদের অবস্থান। লালপুর থানার ওসি জানান ঘটনাটি অস্বীকার করার কিছু নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তুলে নেওয়া হবে।

প্রথম আলো, ২৩ অক্টোবর ২০০১

মন্তব্য করুন