দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে মৌন মিছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো সংবাদ: সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে শিক্ষক ও ছাত্রদের এক বিশাল মৌন মিছিল বের হয়। সকাল ১১টার দিকে শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়েই সমাবেশ করে। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর আবু বক্কর, সনাতন ধর্ম সংঘের সাধারন সম্পাদক দিলীপ বিশ্বাস প্রমুখ। উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল বিকেলে শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনের সামনে থেকে এক প্রতিবাদী মৌন মিছিল বের করে। মিছিলটি চাষাঢ়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গতকাল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যেগে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। বিকেল ৩টার দিকে স্থানীয় হাজি মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রথম আলো, ১৫ অক্টোবর ২০০১

মন্তব্য করুন