অষ্টম জাতীয় সংসদ নির্বাচনোত্তর সিলেটের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে প্রায় প্রকাশ্যে হুমকি দেয়া হতে থাকে, ‘নৌকা’য় ভোট দিলে পরিণতি ভয়াবহ হবে। গত ৩০ সেপ্টেম্বর রাতে সিলেট শহরতলির শিববাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারকে ঘুমন্ত অবস্থায় ঘরে তালা বদ্ধ করে রাখা হয়, যাতে পরদিন কেউ ভোট কেন্দ্রে না যেতে পারে। এছাড়া শহরের শেখঘাট এলাকায় ঘোষণা করা হয়, ভোট দিতে গেলে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। এছাড়া পরদিন বিভিন্ন ভোটকেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ভোটারদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহতও করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের ওপর বেশী নির্যাতন করা হচ্ছে। গত বুধবার একজন বৈধ আবাসিক ছাত্রকে শাহপরান হল থেকে ছাত্রদল কর্মীরা বের করে দেয়। নির্বাচন-পরবর্তী সময়ে শহর ও শহরতলির সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোন হামলা চালানো না হলেও সবাই আছে প্রচণ্ড আতঙ্কের মধ্যে।

সংবাদ, ১৬ অক্টোবর ২০০১

মন্তব্য করুন