ফুলগাজীর বক্স মাহমুদ বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিনের বেলায় ২টি জুয়েলারিসহ ৭টি দোকানে হামলা ও লুটপাট করে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। লুটপাট হয়েছে বিএনপির দুই ক্যাডারের নেতৃত্বে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর ১টার দিকে ফেনীর প্রায় ২৫ কিলোমিটার পূর্বে ফুলগাজীর বক্স মাহমুদে ২টি মাইক্রোবাসে করে ছাগলনাইয়া ও জিএম হাট এলাকার ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী যায়। তারা দুপুরে সেখানে একটি হোটেলে ভাত খেয়ে ২টি জুয়েলারি ও ৫টি মুদি দোকানে একযোগে লুটপাট চালায়।

সূত্র জানায়, বিএনপির ক্যাডার ১০/১২টি মামলার আসামি ছাগলনাইয়ার টিপু ও জিএম হাটের সাইফুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী এ লুটপাট চলে। সন্ত্রাসীরা দোকানের ক্যাশবাক্সসহ দামি মাল গাড়িতে তুলে নেয়। এ সময় বেশকিছু দোকানপাট বন্ধ করে অন্য দোকানিরা পালিয়ে যায়। লুট হওয়া সোনা-গহনা, নগদ টাকা ও মালামালের মূল্য ৭ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর, লক্ষ্মীপুর, আনন্দীপুর, দৌলতপুর, গুনকসহ কয়েকটি গ্রামের সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসীরা চাঁদার জন্য নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর বিএনপি ক্যাডার ২২টি মামলার আসামি শহিদুল−াহ, রাইফেল জসিম, জাম, জামাল, মিয়া ডাকাত ও জামাই ফারুকের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সংখ্যালঘু পরিবারের ওপর চাঁদার জন্য নির্যাতন চালিয়েছে। গত ২ দিনে কমপক্ষে ১০টি পরিবার মেয়েদের সম্ভ্রম বাঁচানোর জন্য ফেনী শহরে এসে আশ্রয় নিয়েছে বলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রিয়জন দত্ত জানিয়েছেন। সূত্র জানায়, সন্ত্রাসীরা হাঁস-মুরগি, গরু-ছাগল পর্যন্ত লুট করে নিয়ে গেছে। ওইসব এলাকায় যে কিছুসংখ্যক পরিবার আছে তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ, ২ আগস্ট ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

মন্তব্য করুন