ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ইশমাম (১১) নামে এক শিশুছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। ১ জুলাই সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার চন্ডালখিল এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইশমাম সদর উপজেলার ছয়বাড়িয়া গ্রামের সাঈদুল ইসলামের ছেলে। সে চন্ডালখিল মাদ্রাসার ছাত্র ছিল।

ইশমামের বাবা সাঈদুল ইসলাম অভিযোগ করে বলেন, রোববার মাদ্রাসার অধ্যক্ষ আমাকে ফোন করে বলেছে আমার ছেলে খেলাধুলা করে না। আমি বলেছি আমার ছেলে একটু শান্ত প্রকৃতির, সে খেলাধুলা পছন্দ করে না। সোমবার বিকেলে আমাকে ফোন করে বলে আমার ছেলে মারা গেছে। আমার ছেলেকে হত্যা করে তার লাশ পুকরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে চন্ডালখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা উবায়দুল্লাহ্ এ অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তাদের ছেলে মারা গেছে। রাগ-ক্ষোভ থাকতেই পারে। বিকেলে সব ছাত্ররা মাদ্রাসার পাশে খেলাধুলা করে। মাদ্রাসাসংলগ্ন কয়েকটি জমির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পানিতে ডুবেই ইশমামের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে পানিতে ডুবে মারা গেছে আর স্বজনরা বলছে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এসআই জানান।

পরিবর্তন

মন্তব্য করুন