ময়মনসিংহে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর করেছে অজ্ঞাতরা।

 

মুক্তাগাছা উপজেলারম ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের ‘যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি রোববার মধ্যরাতে (৪ জানুয়ারি)  ভাংচুর করা হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।

রোববার রাত ১১টা পর্যন্ত চৌকিদার সেখানে পাহারায় ছিলেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর বলেন, ভোরে মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখতে পান শহীদ মিনারটি ভাংচুর করা হয়েছে।

এ ঘটনাকে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হামলা উল্লেখ করে তিনি বলেন, দেশ বিরোধীরাই এ কাজ করেছে। কারা এ কাজ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।

সব স্কুলের শহীদ মিনারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন হিরা বলেন, যারা শহীদ মিনার ভাংচুর করেছে তারা দেশের ভালো চায় না। এটা একটা উস্কানিমূলক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেই অপরাধীরা ধরা পড়বে।
গত বছরও এ শহীদ মিনারটি ভাংচুর করা হয়েছিল। তখনও থানায় জিডি করা হয়েছিল। তবে তদন্তের কোনো অগ্রগতি হয়নি বলে জানান ইউএনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন