অতীতের যেকোন সময়ের চেয়ে তীব্র, অপ্রতিরোধ্য এবং ভয়াবহ এক সময়। বাংলার ইতিহাসে এমন সময় এর আগে কখনো আসেনি। একদিকে উগ্র জঙ্গিগোষ্ঠীর চাপাতি অন্যদিকে সরকারি নিগ্রহ, মাঝখানে অপ্রতিরোধ্য একদল ব্লগার। অজ্ঞতা, অক্ষমতা, ভীরুতা আর অনায্য অনিচ্ছার পাত্থুরে দেয়ালে ভাবনার বাইরে, ধারণার বাইরে এমন তীব্রতর আঘাত এর আগে কখনো হয়নি। বিনিময়ে মরেছে, অকাতরে মরেছে। দুই তিন বছরের মধ্যে এক ডজন ব্লগারের লাশ পড়েছে। তার সাথে পাল্লা দিয়ে নুইয়ে পড়েছে রাষ্ট্র, নেতিয়ে পড়েছে বুদ্ধিজীবী সম্প্রদায়। কেউ প্রকাশ্যে খুনীদের পক্ষ নিয়েছে, কেউ দূর হতে পক্ষে নিয়েছে, কেউ চুপ থেকেছে। আর যারা কথা বলেছে, তারা বিরতিহীন বলে যাচ্ছে। তারা বলছে “কলম চলবে!”