গতকাল ৭ জানুয়ারি সোমবার মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নেয়ার পর আজ প্রথমদিন বাইকে চড়ে অফিসে যান সরকারের সদা হাস্যোজ্বল মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে প্রথমে দুটি ছবি পোস্ট করে এই ব্যাপারটি তিনি জানান। প্রথম ছবিতে দেখা যায় পলক সাহেব জ্যামের মধ্যে বাইকে বসে আছেন। দ্বিতীয় ছবিতে দেখা যায় তিনি অফিসে পৌঁছে হাসতে হাসতে বাইক থেকে নামছেন। এতোটা পথ তিনি বাইকে চড়ে এলেন, অথচ ছিলো না তার মাথায় কোন হেলমেট।
এই হেলমেট নিয়ে ফেসবুকে সমালোচনা উঠলে তিনি তৃতীয় একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তার মাথায় হেলমেট আছে। কিন্তু বিপত্তিটা বাধে অন্য জায়গায়। প্রথম ছবি দুটিতে যে বাইক চালক ছিলেন তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে অন্যজন। স্পষ্টতই বোঝা যাচ্ছে তৃতীয় ছবিটি অন্য কারও অথবা অন্য কোনদিনের।
তিনি চেয়েছিলেন জানজট মাড়িয়ে অফিসে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করে ভাইরাল হতে। কিন্তু ভাইরালের উত্তেজনায় হেলমেট পরতে ভুলে যান। তবে তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে না হলেও, হেলমেট না পরে তিনি ভাইরাল হয়ে গেছেন। নতুন মেয়াদের প্রথম কার্যদিবসে ভাইরাল হওয়ার জন্য পলক সাহেবের তারিফ করতেই হয়।
তিনি যে এবারই প্রথম ভাইরাল হয়েছেন তা নয়। বিশেষ করে তার দন্ত বিকশিত হাসি এবং সেলফির কারণে বারবারই ভাইরাল হয়ে যান। তিনি হাসতে ভালোবাসেন, সেলফি তুলতে ভালোবাসেন। যেকোন পরিস্থিতিতে, যেকোন স্থানে, যেকোন অবস্থায় সেলফি তুলতে তার জুড়ি নেই। এমনকি ১৫ আগস্ট শোক দিবসেও তার দন্ত-বিকশিত সেলফি আমরা দেখেছি।