ঝিনাইদহ হরিণাকুন্ডু পৌর এলাকার বটতলা নামক স্থানে রবিবার দিবাগত রাতে (১৮ নভেম্বর) ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের এক নেতা নিহতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত বাদশা শেখ (৫০) হরিণাকুন্ডুর জোড়া পুকুরিয়া গ্রামের হেলাল শেখের ছেলে ও চরমপন্থী সংগঠন এম এল জনযুদ্ধের আঞ্চলিক নেতা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের ভাষ্য, চরমপন্থী দলের সদস্যরা বৈঠক করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত দেড়টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ বাদশা শেখ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনাস্থল থেকে ১টি দেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধারের কথা জানিয়ে ওসি বলেন, বাদশা শেখের বিরুদ্ধে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় ৭টি হত্যা ও ২টি অস্ত্র মামলা রয়েছে।