টেকনাফ, জয়পুরহাট ও ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ চার ব্যক্তি নিহতের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলস্থ নাফ নদীর কিনারায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহতের কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকের সোলতান আহমদের ছেলে মো. আবুল হাশেম (২৫) ও একই ক্যাম্পের সি/১ এর আবু ছিদ্দিকের ছেলে নুর কামাল (১৯)। তাদেরকে ইয়াবা পাচারকারী দাবি করছে বিজিবি।

 

এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। নিহত আব্দুল মোতলেব (৪২) রসুলপুর ছয়আনি এলাকার কেটু শেখের ছেলে। পুলিশের দাবি, সে আন্তজেলা ডাকাত দলের একজন সদস্য। তার বিরুদ্ধে ৭/৮টি ডাকাতির মামলা রয়েছে।

অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুতগাড়ী গ্রামে শুক্রবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি আমিনুল ইসলাম ওরফে ক্যাসেট (৪৫) নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত আমিনুল পাঁচবিবির পিয়ারা গ্রামের মৃত সাহাবুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়সহ মোট ৮টি মামলা রয়েছে।

 

ইউএনবি

মন্তব্য করুন