জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রবিবার সকালে সংখ্যালঘু কামার সম্প্রদায়ের ৩টি দোকান ভাংচুর করে একটি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের নেতৃত্বে বিএনপি-দলীয় প্রভাবশালী লোকজন সকাল ৯টায় আকস্মিকভাবে এ উচ্ছেদ অভিযান চালিয়ে দোকান ভাংচুর করেছে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের সদস্যরা আতঙ্কে ভুগছে। জানা গেছে, নান্দিনা বাজারের বাঁশহাটি সংলগ্ন টিএন্ডটি এক্সচেঞ্জের পাশে সোয়া ২ শতাংশ খাস জমিতে নিশিকান্ত কর্মকার, সুনীল কর্মকার ও রণজিত কর্মকারের ৩টি কামারের দোকান রয়েছে। নিশিকান্ত তাঁর দোকানের সঙ্গেই পরিবার নিয়ে দীর্ঘ ২০ বছর যাবত বসবাস করে আসছেন। তাদের সদর উপজেলা পরিষদের সপ লাইসেন্সও রয়েছে। রবিবার সকালে রানাগাছ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বিএনপি-দলীয় লোকজন নিয়ে তাদের ৩টি দোকান ভাংচুর এবং নিশিকান্তকে পরিবারসহ উচ্ছেদ করেছে। উচ্ছেদ অভিযানকালে চেয়ারম্যান তাদেরকে বলেছে, সেখানে নাকি কৃষি অফিস নির্মাণ করা হবে। এ বিষয়ে স্থানীয় তহসিল অফিস কিছুই জানে না, এমনকি তাদেরকে কোন প্রকার উচ্ছেদের নোটিসও দেয়া হয়নি। চেয়ারমচৃন অসৎ উদ্দেশ্যে তাঁদের দোকান ভাংচুর ও উচ্ছেদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক জনকণ্ঠ, ৬ মে ২০০২