পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মামা-ভাগ্নের বিরুদ্ধে কিশোরীর দায়ের করা (১৭) গণধর্ষণ মামলায় মামা মঞ্জু হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। ২৭ নভেম্বর বুধবার রাতে উপজেলার লক্ষনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে ওইদিন ভুক্তভোগী কিশোরীর বাবা অটোচালক ইউসুফ সিকদার বাদী হয়ে ওই গ্রামের রত্তনের ছেলে মঞ্জু ও তার ভাগ্নে একই গ্রামের কবির হোসেনের ছেলে কালু হোসেনকে (১৯) আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাড়ির পাশে গোয়ালঘরে গরুর খাবার দিতে গেলে প্রতিবেশী কালু ও কালুর মামা মঞ্জু রান্না ঘরে ওই কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কিশোরী চিৎকার দিলে আসামিরা পালিয়ে যায়। পরে কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ অভিাযান চালিয়ে মঞ্জুকে গ্রেফতার করে।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আসামি মঞ্জুকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি কালুকে গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী কিশোরীকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ইত্তেফাক

মন্তব্য করুন