রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গতকাল মঙ্গলবার আটক করে নিয়ে যাওয়ার পর পল্টন থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

২৯ সেপ্টেম্বর রাতেই মৃত্যু হয় মাসুদ রানা (৩০) নামের ওই যুবকের।

সে মাদকাসক্ত জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘গুলিস্তান এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছিল। তিনি একজন মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন করতে না পেরে থানায় উত্তেজিত হয়ে পরেন। এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান।’

গুরুতর আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা তার মৃত্যুর কারণ নিশ্চিত করবেন।’

মাসুদের বিরুদ্ধে আগের কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা তা জানাতে পারেননি।

দ্য ডেইলি স্টার এ বিষয়ে মন্তব্যের জন্য পল্টন পুলিশসহ মতিঝিল ডিভিশনের একাধিক পুলিশ কর্মকর্তাকে বারবার ফোনে কল দিলেও তারা কেউ কল রিসিভ করেননি।

দ্য ডেইলি স্টার

 

মন্তব্য করুন