একদল দুস্কৃতকারী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গা প্রতিমা ভাংচুর ও লুটপাট করেছে। পুলিশ জানায়, শনিবার রাতে একদল যুবক মণ্ডপে প্রবেশ করে প্রতিমা শিল্পীদের নাজেহাল করে। এ সময় শিল্পীরা প্রতিমার রং এবং সাজ-সজ্জা করছিল, এর পর তিনটার দিকে সন্ত্রাসীরা পুনরায় মন্দিরে প্রবেশ করে এবং প্রতিমা ভাংচুর করে। সন্ত্রাসীরা হামলা শেষে যাওয়ার সময় কিছু প্রতিমা নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় দু’দফা সকাল ৮টা থেকে ৯টা ও দুপুর ১২টা থেকে ১টা ঢাকা বগুড়া সড়ক অবরোধ করে রাখে। এরপর ঘটনার প্রতিবাদে গোপাল জিউর মন্দিরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, সভায় পূজা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ অবজারভার, ২২ অক্টোবর ২০০১