টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ এলাকার কাছে ৩১ জুলাই বুধবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম (২২) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ উপজেলার সাঈদ আলীর ছেলে ইব্রাহীমকে মাদক কারবারি বলছে বিজিবি।
বিজিবি-২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খানের ভাষ্য, বুধবার ভোর ৪টার দিকে কক্সবাজারগামী একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেয় বিজিবির সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।
ওই কর্মকর্তার দাবি, এক পর্যায়ে সন্ত্রাসীরা অটোরিকশা থেকে নেমে গুলি ছুড়তে থাকে। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ইব্রাহীমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা বড়ি, একটি পিস্তল ও দুটি ধারালো অস্ত্র উদ্ধারের কথাও জানায় বিজিবি।