সন্ত্রাসী হামলার আশংকায় ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা এলাকার সংখ্যালঘু সম্প্রদায় তাদের বাড়ী ঘর ছেড়ে চলে যাচ্ছে। থানার ত্রিবেণী, পাদনদী, কচুয়া, নিশ্চিন্তপুর, সেন পাড়া, লক্ষীপুর, হরিনারায়ণপুর এবং বিত্তিপাড়ার প্রায় ১১’শ হিন্দু বিএনপিসহ চার দলীয় জোটের নেতাকর্মীদের হুমকির মুখে রয়েছে এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। শঙ্কিত একজন মিষ্টি বিক্রেতা বলেন, চারদলীয় জোটের হামলার ভয়ে আমরা ঘরেও থাকতে পারছি না, ব্যবসাও করতে পারছি না; জোট কর্মীরা হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে চাঁদাও আদায় করছে। মিষ্টি বিক্রেতা জানান, সম্প্রতি দুটি হিন্দু মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয়েছে এবং হিন্দু পরিবারের গরুও লুট করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে শৈলকুপা থানায় মামলা হয়েছে।

ডেইলি স্টার, ১৭ অক্টোবর ২০০১

মন্তব্য করুন