সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দেশব্যাপী অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসসহ তাদের ওপর সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য ভাবী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আহ্বান জানিয়েছেন পূজা উদ্যাপন পরিষদ নেতৃত্ববৃন্দ। এজন্য ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাতে বেগম জিয়ার সাথে দেখা করেছেন। গতকাল রাত পৌনে ৮টার দিকে নেতৃত্ববৃন্দ বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়ে দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেন। এ সময় তারা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন, সন্ত্রাস,অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সহিংস ঘটনার বিবরণ তুলে ধরেন। এ জন্য তারা বেগম জিয়ার হস্তক্ষেপ কামনা করেন। পূজা উদযাপন পরিষদ নেতৃত্ববৃন্দের উদ্বেগ ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেন, তিনি এখনও সরকার পরিচালনার ক্ষমতা পাননি। প্রশাসনিক ক্ষমতা না থাকায় তার পক্ষে এ মূহুর্তে কিছুই করা সম্ভব নয়। তবে তার দলের নবনির্বাচিত সংসদ সদস্য, নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয় গুলো ইতিমধ্যে জানিয়েছেন এবং ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেনবলে বেগম জিয়া জানান। এছাড়াও বেগম খালেদা জিয়া এবার আরও বেশী উৎসাহ-উদ্দীপনা নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পূজা উদযাপন পরিষদ নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল নাথ, সাধারণ সম্পাদক বাসুদেব ধর, সাবেক সভাপতি অধ্যাপক ড. ললিত মোহন নাথ প্রমুখ।

সংবাদ, ৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন