চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রামে অনাড়ম্বরভাবে পূজা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরিষদের পক্ষ হতে অনশন ও মানববন্ধন কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীতে রয়েছে⎯ চট্টগ্রামের ১৪টি উপজেলার ১০০৯টি পূজামণ্ডপে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন, মাইক ব্যবহার হতে বিরত থাকা, প্রতিটি মণ্ডপে দাবি সংবলিত কালো ব্যানার টানানো, প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ, অষ্টমী পূজার দিন সকাল সন্ধ্যা অনশন, নবমী পূজার দিন বেলা ১২টা হতে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী ও নীরবতা পালন, দশমী পূজার দিন প্রতিবাদ সভা। আগামী ২২ অক্টোবর হতে এ কর্মসূচী শুরু হবে। সাংবাদিক সম্মেলনে পূজা পরিষদের নেতারা নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু শ্রেণীর ওপর বিভিন্ন নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবি করেন। একই সাথে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও ক্ষতিপুরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট সুভাষ চন্দ্র লালা। অন্যান্যদের মধ্যে এডভোকেট রানা দাসগুপ্ত, বিনোদ বিহারী চৌধুরী, শ্যামল পালিত উপস্থিত ছিলেন।

দৈনিক জনকন্ঠ, ১৯ অক্টোবর ২০০১

মন্তব্য করুন