চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বন্দুকযুদ্ধে ৩২ বছর বয়সী ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

 

তবে তার পরিচয় জানা যায়নি। ১১ জুন বৃহস্পতিবার বিকালে র‍্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব-৭ এর একটি টহল দলের সঙ্গে কয়েকজন ডাকাত সদস্যের বন্দুকযুদ্ধ হয়। এ সময় ডাকাত দলের একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন